রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। শীত এসেও যেন আসছে না বঙ্গে। এমতাবস্থায়, হাওয়া অফিসের তরফে একটি বড় আপডেট সামনে আনা হয়েছে।

প্রাপ্ত আপডেট অনুযায়ী রাজ্যজুড়ে আবহাওয়ার ব্যাপক বদলের ইঙ্গিত মিলেছে। শুধু তাই নয়, এবার রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। ইতিমধ্যেই আলিপুর মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুধু তাই নয়, উপকূলবর্তী এলাকাগুলিতে ৫০ কিমি পর্যন্ত বেগে ঝড় বইতে পারে। যার ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর চেন্নাই সহ চেঙ্গলপাট্টু এবং কাঞ্চিপুরম জেলাতে। বেশি প্রভাব পড়তে পারে কেরালা ও লাক্ষাদ্বীপে।