বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গতকাল ভিজেছে সহ দক্ষিণের একাধিক জেলা। বেশ খানিকটা তাপমাত্রাও চড়েছে। আজ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কোথাও অবশ্য ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তার সামান্যই সম্ভাবনা।
হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে।