বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
সাথে দোসর হতে পারে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। বৃষ্টির সাথেই বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলিতে। এদিকে কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।