আরজি করের ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যাম কর্মসূচি বিরোধী দলের

Estimated read time 0 min read

আরজি করে ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির। শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির তরফে দু ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়।সেই অনুযায়ী এদিন ধূপগুড়ি চৌপথি অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ববৃন্দ।পাশাপাশি স্টেশন শালবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।উল্লেখ্য আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে সামিল হয়েছে বিজেপির নেতৃত্ববৃন্দরা।এর আগে বিজেপির তরফে থানা ঘেরা করে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল।

এদিন রাজ্যজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি ধূপগুড়ি চৌপথি এলাকায় প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। বিজেপির রাজ্য কমিটির সদস্য আগুন রায় বলেন দিনের পর দিন ধর্ষণ হচ্ছে,বাংলার নারীরা নির্যাতিত হচ্ছে।রাজ্য সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ।এদিন আমরা পথ অবরোধ করে আরজিকরের ঘটনার দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানালাম।এদিকে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে জেলা পুলিশের তরফে ধূপগুড়ি চৌপথি এবং স্টেশন শালবাড়ি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা দুটি জায়গাতেই পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন।

You May Also Like

More From Author