করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পালের

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার রাতে উদ্বেগ প্রকাশ করলেন জলপাইগুড়ি পুরসভা চেয়ারপার্সন পাপিয়া পাল। জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। মঙ্গলবার এবং বুধবার দুদিনের মোট আক্রান্তের সংখ্যা ৪২ জন। অনেকেই সর্দি কাশি হলে বাড়িতে কিট নিয়ে টেস্ট করে ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

সে কারণেও কিন্তু পুরসভা জানতে পারছে না সঠিক হিসাব।জলপাইগুড়ি পুরসভার এক আধিকারিক ও কর্মী করোনা আক্রান্ত হওয়ার খবর রয়েছে।

সকলকে স্বাস্থ্যবিধে মেনে চলার অনুরোধ জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন।ইতিমধ্যে মাইকিং করে সচেতন করার উদ্যোগ নিয়েছে পুরসভা। করোনা আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে পুরসভার তরফে।