শতাব্দী প্রাচীন ‘ফক্স মন্ডল’ আইনী সংস্থায় বিভাজন: শীর্ষে থাকছেন সোম মন্ডল

ভারতের সর্বপুরাতন আইনী সংস্থা ‘ফক্স মন্ডল’ বিভাজিত হল। তবে দিল্লি অফিসের সোম মন্ডলের নেতৃত্ত্বাধীন অংশই ‘ফক্স মন্ডল’ নামে পরিচিত থাকবে, যার অফিস রয়েছে নয়ডা, মুম্বই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সুরাট, ঢাকা ও লন্ডনে। এরপর অফিস খোলা হবে গুয়াহাটি, পুণে ও আহ্‌মেদাবাদে। শতাব্দী প্রাচীন আইনী সংস্থা (ল ফার্ম) ‘ফক্স মন্ডল’ পরিচালিত হচ্ছে সোম মন্ডলের নেতৃত্ত্বে। তিনি ফক্স মন্ডলকে ভারতে শুধু নয়, বিশ্বের সর্বত্র সুপরিচিত করে তুলেছেন। এর ফলে সোম মন্ডল ও ‘ফক্স মন্ডল’ সমার্থক হয়ে গেছে। এখন থেকে সোম মন্ডলের নেতৃত্ত্বাধীন ‘ফক্স মন্ডল’ আসল ‘ফক্স মন্ডল’ হিসেবে পরিচিত হবে।

ফক্স মন্ডলের ম্যানেজিং পার্টনার সোম মন্ডল বলেন, তাঁরা ভারতের সর্বপুরাতন ল ফার্ম ফক্স মন্ডলের ধারাবাহিকতা বজায় রাখতে পেরে গর্বিত। এটি একটি ফুল সার্ভিস ল ফার্ম। এর মাধ্যমে তাঁরা ক্লায়েন্টদের ‘বেস্ট লিগাল সার্ভিস’ প্রদানের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ফক্স মন্ডল হল একটি স্বনামধন্য ‘ফুল সার্ভিস ল ফার্ম’। এই সংস্থা ‘নেসেসারি লিগাল এক্সপার্টাইজ’, ‘ইন্ডাস্ট্রি স্পেশালাইজেশন’ ও ‘কমার্সিয়াল আকুমেন’ সম্পন্ন। ব্র্যান্ড হিসেবে ‘ফক্স মন্ডল’ সোম মন্ডল দ্বারা রেজিস্ট্রিকৃত। সোম মন্ডল তাঁর আইনী কুশলতার জন্য সুপরিচিত। তিনি বিশ্বের বিভিন্ন আইনী সংস্থার সঙ্গে জড়িত। বিশ্বের সেরা আইনজ্ঞদের মধ্যে তাঁর নাম একবাক্যে স্বীকৃত।