কেন্দ্র সরকার শুরু করছে নয়া যোজনা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

এবার রেশন নিয়ে বড় একটি খবর উঠে আসছে সরকারি তরফে। জানা যাচ্ছে, রেশন দোকানগুলিকে রূপান্তরিত করা হবে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে। এই উদ্যোগ উত্তরপ্রদেশের সমস্ত রেশন দোকানের জন্য নেওয়া হয়েছে।

রেশন দোকানগুলি কমন সার্ভিস সেন্টারে পরিণত হলে সেখানে পাওয়া যাবে তথ্যের পরিষেবা। তাই গ্রামের মানুষদের শহরে এসে কাজ করাতে হবে না। সাধারণ মানুষের পাশাপাশি এই যোজনার মাধ্যমে উপকৃত হবেন রেশন ডিলাররাও। এই যোজনার মাধ্যমে রেশন ডিলাররা কুইন্টাল প্রতি ২০ টাকা পর্যন্ত কমিশন বেশি পাবেন।