সুখবরের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা।

এখন প্রশ্ন হল সত্যিই কি নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়বে? এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। চলতি বছরের অক্টোবর মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছিল।

সেবারে মোট ৫৩ শতাংশ হারে DA বেড়েছিল কেন্দ্রীয় সরকারী কর্মীদের। এই বর্ধিত হারে ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন মোট ১ কোটি কর্মী এবং পেনশন ভোক্তা। তার আগে চলতি বছরের জানুয়ারি মাসে ৪ শতাংশ হারে DA বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সবকিছু ঠিক থাকলে আরও একবার অর্থাৎ নতুন বছরেই ২০২৫ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে DA বাড়তে পারে।