বাড়তে থাকা সংক্রমণ নিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে চিঠি পাঠিয়ে দেশের ছয় রাজ্যেকে সতর্কতা জারি করল কেন্দ্র। এই ছয় রাজ্যে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, সে কারণে সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷

চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গনা, তামিলনাড়ু, কেরালা এবং কর্নাটকে। চিঠি দিয়ে ওই ছয় রাজ্যের প্রশাসনকে কোভিডের পরীক্ষা, চিকিৎসা এবং টিকাকরণের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব৷ পাশাপাশি কড়া নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণ ঠেকাতে জেলা, উপ জেলা এবং পঞ্চায়েত স্তরে কোভিড টেস্টের পরমাণ বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘‘বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। সংক্রমণ প্রতিরোধ এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় পন্থা অবলম্বন করতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এখনও পর্যন্ত যে যে পদ্ধতিতে লাভ হয়েছে তা নজরে রেখেই এই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’