মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড(এমএসআইএল) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত কমপ্যাক্ট হ্যাচব্যাক-স্টাইলিশ অল-নিউ সেলেরিও। আইডল স্টার্ট-স্টপ প্রযুক্তি সহ এই নতুন সেলেরিও পরবর্তী প্রজন্মের ডুয়াল জেট এবং ডুয়াল ভিভিটি কে-সিরিজ ইঞ্জিন দ্বারা চালিত। যা ড্রাইভিং-এ এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এছাড়া এর মাইলেজও দুর্দান্ত, ২৬.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে এই নতুন সেলেরিও, কমপ্যাক্ট হ্যাচব্যাক সেগমেন্টে বিপ্লব ঘটাতে প্রস্তুত।
অল-নিউ সেলেরিও-র ড্রাইভিং অভিজ্ঞতা, জ্বালানি-দক্ষতা সহ আকর্ষণীয় মূল্য গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। প্রথম প্রজন্মের সেলেরিও অটো গিয়ার শিফট (এজিএস) টু-পেডেল প্রযুক্তিতেও পরিবরতন এনেছে। উল্লেখ্য, অল-নিউ সেলেরিও এর উন্নত বৈশিষ্ট্য, স্টাইলিশ নতুন ডিজাইন এবং পরবর্তী প্রজন্মের পাওয়ারট্রেন শহুরে গ্রাহকদের কাছে টানতে সাহায্য করবে।
মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কেনিচি আয়ুকাওয়া বলেন, ভারত প্রাথমিকভাবে একটি ছোট গাড়ির বাজার, যেখানে মোট যাত্রীবাহী গাড়ির বিক্রয়ের প্রায় ৪৬% হ্যাচব্যাক৷ অল-নিউ সেলেরিওর মাধ্যমে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রীবাহী ছোট গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করাই আমাদের লক্ষ্য।