টয় ট্রেনেই বিশ্ব পর্যটন দিবস পালন

গোটা দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এই উৎসবে সামিল হয়েছে শিলিগুড়ির যুবা পর্যটন ক্লাবের সদস্যরাও। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও অংশ নেয়। এদিন চলন্ত টয় ট্রেনেই পালন হবে বিশ্ব পর্যটন দিবস। শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত টয় ট্রেনে করে নিয়ে যাওয়া হয় স্কুলপড়ুয়াদের।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে চেপে জলপাইগুড়ি থেকে চা বাগান দেখিয়ে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে পর্যটকদের। সেখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হবে নেওড়া জঙ্গল ক্যাম্পে কিছুক্ষণ সেখানে কাটিয়ে জিপসিতে করে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে আসা হবে লাটাগুড়িতে।

চা ভ্রমণে এই জঙ্গল সাফারির সুযোগের ঘোষণা কর হল বুধবার বিশ্ব পর্যটন দিবসের দিন। এছাড়াও  জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য “জানান যে পুজোর আগে থেকেই শুরু হয়ে যাবে জঙ্গল ভ্রমণ।”