“জুম্বা ও যোগা” শিবিরের মধ‍্য দিয়ে বিশ্ব “ডাইবেটিস ডে” উদযাপন

বিশ্ব “ডাইবেটিস ডে” তে লাইন্স ক্লাবের অঙ্গীকার সুস্থ থাকুন ও আপনজনকে সুস্থ রাখুন, এক দিনের “জুম্বা ও যোগা” শিবিরের মধ‍্য দিয়ে এই বার্তা জনসাধারণের উদ্দেশ্য ছড়িয়ে দিতে চান বলে জানান লাইন্স জি এস হোরা।বিশ্ব ডাইবেটিস ডের সকালটি ছিল অন‍্য মেজাজে।

আজকের এই দিনটিকে প্রতিটি মানুষের মধ‍্যে ছড়িয়ে দিতে হিন্দি হাই স্কুল মাঠে লাইন্স ক্লাব ইন্টান‍্যাশনাল 322F এর পক্ষ থেকে এক দিনের বিগেষ্ট জাম্ব ও যোগা শিবির অনুষ্ঠিত করা হয়।আজকের এই বিশেষ দিনটির সকালে হিন্দি হাইস্কুলের মাঠটি অন‍্য মেজাজে ছিলো।লাইন্স জি এস হোরার বক্তব্য গোটা বিশ্বে যেভাবে ডাইবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে সুস্থ থাকতে হলে যোগা করা খুব প্রয়োজন।

আজকের এই একদিনের শিবিরের হয়তো কোন উপকার হবে না,কিন্তু এই অভ্যাসটিকে প্রতিদিন করার জন‍্য আমাদের এই প্রয়াস বলে জানান হোরাবাবু। একদিকে যেমন যোগার প্রশিক্ষণ চলছিল অন‍্য প্রান্তে বিনামূল্যে সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা চলছিল।লাইন্স ক্লাবের জি এস হোরা জনসাধারণের উদ্দেশ্যে আবেদন করেন শরীরকে সুস্থ রাখতে যোগা করুণ এবং শরীরের সুগার বাড়তে দেবেন না।