বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৩ তম নজরুল জয়ন্তী পালিত হল জলপাইগুড়িতে।জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার মাসকালাইবাড়ি এলাকায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়।
যথাযোগ্য মর্যাদার সাথে নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মাল্যদান করেন পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলের জীবন কথা তুলে ধরেন তাঁরা। নজরুল জয়ন্তী পালন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। বন্ধু সমিতি ক্লাব পাঠাগার ও মাসকালাইবাড়ি শ্মশান কালী মন্দিরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহণ করে। বিষয় ছিল আমাদের পরিবেশ,তোমার চোখে নজরুল ইত্যাদি।