বন্ধন ব্যাংকের ৮ বছর পূর্তি উদযাপন

বন্ধন ব্যাংকের অষ্টম বর্ষপূর্তি উদযাপিত হল ২৩ আগস্ট। অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ্‌ জেলায় একটি শাখা উদ্বোধন করা হয়েছে। আরেকটি শাখা খোলা হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে।

বন্ধন ব্যাংকের অষ্টম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচডিএফসি ব্যাংকের ডিরেক্টর কেকি মিস্ত্রী। তিনি ‘পারস্পেক্টিভস অন দ্য ইকোনমি, হাউসিং অ্যান্ড কর্পোরেট গভর্ন্যান্স ইন ইন্ডিয়া’ শীর্ষক ‘অ্যানিভার্সারি লেকচার’ পেশ করেন। বন্ধন ব্যাংকের ফাউন্ডার, এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, বন্ধন ব্যাংকের ৮ বছরের যাত্রাকাল এক মহতী ঘটনা। লেহ্‌ শাখা উদ্বোধনের মাধ্যমে তারা আরও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পদক্ষেপ করলেন। এই উপলক্ষে, বন্ধন ব্যাংক একটি মিউজিক্যাল লোগোর মাধ্যমে তাদের ‘সোনিক আইডেন্টিটি’ লঞ্চ করেছে। এটি কম্পোজ করেছেন সুপরিচিত মিউজিক কম্পোজার অমিত ত্রিবেদী। লেহ্‌ ও শ্রীনগরে শাখা উদ্বোধনের ফলে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই বন্ধন ব্যাংকের উপস্থিতি দৃশ্যমান হল। দেশে ৬১০০টিরও বেশি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ৩ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে বন্ধন ব্যাংক।