বছরের শুরুতেই তৃণমূল দলের প্রতিষ্ঠা দিবস পালন এবং নানান কর্মসূচি উপলক্ষে পুরাতন মালদা পুরসভায় বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের নিয়ে একপ্রস্থর বৈঠক করলো জেলা তৃণমূল নেতৃত্ব। আসন্ন পুরো নির্বাচনে দলের শক্তি বৃদ্ধি এবং বিরোধীশূন্য পুরো বোর্ড গঠন করার ক্ষেত্রেও এদিন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মন্ডলীর সদস্যদের নিয়ে রুদ্রদ্বার বৈঠক করেন দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী। বুধবার রাতে পুরাতন মালদা পুরসভার কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূলের জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ঠ ত্রিবেদী, দলের পুরাতন মালদা শহর কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারেরা।
এদিনের আলোচনার মাধ্যমে আগামীতে জানুয়ারি মাস জুড়ে নানান কর্মসূচি কি কি রয়েছে এবং কিভাবে তা কার্যকরী করা হবে সে ব্যাপারে এদিন একমাত্র আলোচনা করেন দলীয় নেতারা।এদিন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, বছরের শুরুতেই দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বছরের জানুয়ারি মাসে জুড়ে বিভিন্ন ধরনের দলের তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সে ব্যাপারে এদিন পুরাতন মালদা পুরসভায় প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মন্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করা হলো। এছাড়া আগামী পুরসভা নির্বাচনে দলের রূপরেখা কি হবে, সে ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে দলের কোনও বিভেদ নেই ।
পুরাতন মালদা পুরসভা বিরোধীশূন্য করতে সকলকে একসাথে কাজ করতে হবে । এখন পুরাতন মালদার বিরোধীরা অনেক রকম ভিত্তিহীন অভিযোগ তুলছে। যার কোন যুক্তি নেই। তবে আমাদের লক্ষ্য একটাই তৃণমূল দলকে আরও শক্তিশালী করে তোলা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়া।