আজ কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ।

বিচারভবনে সিবিআইয়ের করা মামলার শুনানি ছিল। সংস্থার তরফ থেকে আদালতে জানানো হয়, এই মামলার তদন্তে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। এবার সেগুলি যাচাই করতে উদ্যোগী তারা। আর সেটার জন্য দরকার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা।

এদিন সিবিআইয়ের তরফ থেকে বিচারভবনে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। অনুমতি দিয়েছেন বিচারক। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য, কুন্তল ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। প্রায় ২৩ মাস জেলবন্দি থাকার পর গত নভেম্বর মাসে সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এরপর জেলমুক্তি হয়।