১৭ দিন হাসপাতালে থাকার পর অবশেষে শুক্রবার সন্ধ্যে ৮ টা নাগাদ এসএসকেএম ছাড়া পান অনুব্রত মণ্ডল। ছাড়া পেলেও চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন , পাশাপাশি চার সপ্তাহ পরে ফের এসএসকেএমে শারীরিক পরীক্ষার জন্য যেতে বলা হয়েছে তাকে। যেকারনে বর্তমানে তিনি তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন। এবং তাঁর নিরাপত্তার জন্য আজ সন্ধে থেকেই বাগুইহাটি থানার পক্ষ থেকে চিনার পার্কের ফ্ল্যাটের বাইরে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। তবে, এসএসকেএম থেকে ছাড়া পাবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গরুপাচারকাণ্ডে হাজিরা দেবার জন্য অনুব্রত মণ্ডলকে এবার ডেকে পাঠাল সিবিআই। সূত্রের খবর, আজ বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে এবিষয়ে অনুব্রত মণ্ডল কী পদক্ষেপ নেবেন তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু সেদিন সকাল থেকে অসুস্থ বোধ করায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। যেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়। পরিক্ষা নিরীক্ষার পর জানা যায়, অণ্ডকোষের সমস্যা সহ সুগার, প্রেশার, সিওপিডি, শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁর। তবে গতকাল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়াতেই তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।