আলিমকে তলব সিবিআই-এর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সন্দেশখালিতে গিয়ে উত্তেজিত জনতার হাতে প্রহৃত হয়েছিলেন ইডি আধিকারিকরা। বর্তমানে এই ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে।

এবার জানা গেল, ফের একবার নোটিশ পাঠানো হয়েছে এলাকার এক আব্দুল আলিম মোল্লাকে। আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিবাসী আব্দুলকে এই নিয়ে তৃতীয়বার নোটিশ পাঠাল সিবিআই। এর আগে দু’বার ডেকে পাঠানো হলেও তিনি সিবিআই দফতরে উপস্থিত হননি।

জানা যাচ্ছে, গতকাল প্রথমে ন্যাজাট থানা এবং এরপর আগারহাটি গ্রাম পঞ্চায়েতে যান গোয়েন্দারা। আব্দুল পেশায় ব্যবসায়ী। তবে তাঁর স্ত্রী আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ইডি পেটানোর ঘটনার তদন্তে নেমে একাধিকবার এই ব্যক্তিকে তলব করেছে সিবিআই।