দিল্লি ছাড়া বেশ কয়েকটি রাজ্যে সিবিআই-এর হানা

দিল্লিতে শিশু পাচার চক্র ধরতে গিয়ে সিবিআইয়ের হাতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু তা-ই নয়, সিবিআইয়ের এক সূত্রের দাবি,১০টি সদ্যোজাতকে বিক্রি করা হয়েছে এক মাসেই। শুক্রবার সন্ধ্যা থেকেই দিল্লির কেশবপুরম এবং দিল্লি-এনসিআরে এই পাচার চক্র ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

প্রাথমিক তদন্তের পর সিবিআই জানতে পেরেছে, দিল্লিতেই শুধু নয়, এই চক্রের জাল অন্য রাজ্যেও ছড়িয়ে রয়েছে। সেই সূত্র ধরেই দিল্লির আশপাশের এলাকা, এমনকি সিবিআই বেশ কয়েকটি রাজ্যেও তল্লাশি অভিযান শুরু করেছে। তদন্তকারী সংস্থাটি বেশ কিছু দিন ধরেই শিশু পাচার সংক্রান্ত তথ্য পাচ্ছিল। সেই সূত্র ধরে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। তার পরই সিবিআই তল্লাশি অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির দ্বারকা, উত্তর-পশ্চিম দিল্লি, রোহিণী এবং এনসিআরের বিভিন্ন জায়গায় অভিযানে যায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, পণ্যের মতো সদ্যোজাতদের কালোবাজারি করা হত। শিশুদের ক্রেতা কারা, তা জানার চেষ্টা চালানো হচ্ছে ধৃতদের জেরা করে। দিল্লি এবং তার বাইরেও এই চক্রের হদিস মিলেছে। বেশ কিছু বড় হাসপাতালও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় রয়েছে। মোট আট জন শিশুকে উদ্ধার করা হয়েছে। দু’টি সদ্যোজাতও তাদের মধ্যে রয়েছে। কেশবপুরম এলাকা থেকে এই দুই সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। এই শিশুগুলিকে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা।