নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোচবিহারে পা পড়ল সিবিআইয়ের। কলকাতা, মুর্শিদাবাদের পাশাপাশি বৃহস্পতিবার কোচবিহারের একাধিক জায়গায় অভিযান চালায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকালে সিবিআইয়ের দুটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেয় শহরের পৃথক পৃথক জায়গায়। একটি দল যায় কোচবিহার রাজারহাটের ট্যাঙনমারি এলাকার একটি বিএড ও ডিএলএড টিচার্স ট্রেনিং কলেজে। অন্য দলটি পৌঁছায় এই কলেজের কর্ণধারের বাড়িতে। এই কলেজের অন্যতম কর্ণধার শ্যামল কর, অমল কর ও তাঁদের আরও দুই ভাইকে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা।