ইডির পাশাপাশি সিবিআই, পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু

এক রামে রক্ষে নেই, সুগ্রিভে দোসর। মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর এবার পৃথক পৃথক ভাবে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি। আদালতের নির্দেশ অনুযায়ী, ইডির গোয়েন্দারা যখনই চাইবেন তখনই আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই কাজে সাহায্য করতে হবে সংশ্লিষ্ট জেল সুপারকে। সূত্রের খবর, আজ সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি বিশেষ দল বৈঠক করেছে। সেই বৈঠক থেকে তারা সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করবে ও অপর একটি দল, যেই দলে মহিলা আধিকারিকরাও থাকবেন, সেই দলটি গিয়ে সরাসরি আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করবেন।

এরই পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে দুর্নীতিতে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মূলত, আদালতের নির্দেশে স্কুল নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছিল সিবিআই। সেই মামলার যোগসূত্রে পার্থ ও অর্পিতাকে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেওয়া হবে। সিবিআই সূত্রে খবর, “ইডির মামলা এখন প্রাথমিক পর্যায়ে আছে। দুই কেন্দ্রীয় সংস্থার আলোচনার ভিত্তিতেই হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হবে।”উল্লেখ্য,অর্পিতা মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বেশকিছু ভুয়ো সংস্থার হদিশ পেয়েছেন গোয়েন্দারা । সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ওতপ্রত যোগ রয়েছে। ফলে এই সকল কোম্পানির বিষয়ে পার্থ এবং অর্পিতাকে জেরা করবেন গোয়েন্দারা ।

পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়া ও পণ্ডিতিয়া রোডের একটি আবাসনের মালিকানা নিয়ে ইতিমধ্যেই যে জল্পনা শুরু হয়েছে, সেই জল্পনার উত্তর পেতে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করবেন ইডির গোয়েন্দারা। এদিকে, সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি, প্রাথমিক টেট, স্কুলের ‘গ্রুপ সি’ এবং ‘গ্রুপ ডি’ পদে দুর্নীতি করে চাকরি বিক্রির ঘটনায় ৯টি মামলা করেছে সিবিআই। আবার গত এপ্রিল মাস থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। এখন অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা, ১১ কেজি সোনার গয়না এবং বেশ কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। আর তা নিয়ে জেরা করতে চায় সিবিআই।