তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’র দুর্নীতি মামলায় ফের কোমর বাঁধল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই।

জানা যাচ্ছে, দুর্নীতির তদন্তে মঙ্গলবার ১২ জন মহিলা এজেন্টকে তলব করল সিবিআই। সিবিআইয়ের অস্থায়ী ঠিকানা রেলের গেস্ট হাউসে এদিন হাজিরা দেন ওই ১২ জন মহিলা। এই মামলায় নতুন করে অভিযানে নামবে সিবিআই। তাই এদিন এজেন্টদের তলব করে তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় সংস্থা।

এর আগে অক্টোবর মাসে এই সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী ও হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতে হানা দেয় CBI তল্লাশি চালিয়ে নানা নথিপত্র সংগ্রহ করা হয়। মামলাকারীদের অভিযোগ ছিল আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। সবমিলিয়ে যার পরিমাণ মোট ৫০ কোটি টাকা।