বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সম্পর্কে দ্রুত রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।
ওএমআর শিট দুর্নীতি মামলায় সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট কী ভাবে নষ্ট এবং রিসাইকেল হল সেটার তদন্ত কেন বন্ধ হল, এই প্রশ্ন তুলেছে আদালত।
আদালতে সিবিআই আইনজীবী জানিয়েছেন, তদন্তে কিছু অগ্রগতি হয়েছে। একাধিকবার জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির অভিযোগ, দুর্নীতির একেবারে কেন্দ্রে ছিলেন পার্থ ও মানিক। মোটা টাকার বিনিময়ে স্কুলের চাকরি বিক্রি করেছেন তাঁরা।