দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷
গটুই-কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে ৭ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ৷ এবার পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টেের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা৷ এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সিবিআই হেফাজতে থাকাকালীন বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালনের রহস্যমৃত্যুতে সাত সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন, তোলাবাজি)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে সিবিআইয়ের ডিআইজি এবং এএসপির বিরুদ্ধে৷ এই ৭ আধিকারিকের মধ্যে অন্যতম উল্লেখ্য সুশান্ত ভট্টাচার্যের নামে৷ গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিক হিসাবে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিলেন তিনি৷