রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ? লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি স্থানে অভিযান সিবিআইয়ের

ফের অস্বস্তিতে লালু প্রসাদ যাদব। তাঁর বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই – য়ের অভিযোগ, (২০০৪ – ২০০৯) এই সময়ে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়োগে দুর্নীতির হাত রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত মাসেই জামিন পেয়েছিলেন। অযোগ্যদের রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ নিয়েছিল যাদব পরিবার। এই অভিযোগে এদিন ১৭টি জায়গায় তল্লাশি চালায়। যদিও লালু রয়েছেন দিল্লিতে। তাঁর ছেলে তেজস্বীও পাটনাতে নেই। পাটনায় এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পুলিশ ঢুকতে দেখা যায়। তল্লাশি করে কী পেয়েছেন সিবিআই কর্তারা, জানা যায়নি।

প্রসঙ্গত, গত মাসেই ঝাড়খণ্ড হাইকোর্ট লালুকে জামিন দিয়েছে ১৩৯ কোটি টাকা ডোরান্ডা ট্রেজারি দুর্নীতি মামলায়। এই মামলায় ফেব্রুয়ারি মাসে তাঁকে দোষী সাব্যস্ত করেছিল সিবিআই আদালত। পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করেছিল। লালুর বিরুদ্ধে পশু খাদ্য কেলেঙ্কারিতে একাধিক মামলা করা হয়। তার মধ্যেই পঞ্চম ছিল এই ডোরান্ডা ট্রেজারি মামলা।

 

এদিকে, রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক মুকেশ রোশনের দাবি, ‘‌ক্ষমতায় যাঁরা রয়েছেন, তাঁরা লালু ও তাঁর ছেলের জনপ্রিয়তা নিয়ে অবহিত। তাই তাঁদের নিশানা করছেন।’‌ আর এক রাজদ নেতা অলোক মেহতা জানালেন, বিরোধীদের শেষ করার চক্রান্ত হচ্ছে।