21
Dec
ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিন ও বর্ষবরণের ছুটির জমজমাট সময়েও ভিড় নেই মন্দারমণিতে। দিঘা ক্রমশ জমজমাট হয়ে উঠলেও ভিন্ন ছবি সাগর পাড়ের আর এক পর্যটন কেন্দ্র মন্দারমণির। মন খারাপ সেখানকার ব্যবসায়ীদের। শুক্রবার সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে দিঘায়। সকাল থেকে ভিড় দিঘা বিজ্ঞান কেন্দ্র, মেরিন অ্যাকোরিয়াম কিংবা উদয়পুরে। তবে ভিড় কম ছিল ওল্ড দিঘায়। সেখানকার এক হোটেল মালিক গিরিশচন্দ্র রাউৎ বলছেন,"নিউ দিঘায় রেল স্টেশন রয়েছে। তাই ট্রেনে চেপে আসা পর্যটকেরা আগে সেখানকার হোটেলের যান।" ওল্ড আর নিউ দিঘা মিলিয়ে কম-বেশি আড়াই হাজার হোটেল এবং লজ রয়েছে। সব হোটেলেই কম-বেশি বুকিং হচ্ছে বলেই জানাচ্ছেন হোটেল মালিকেরা। দিঘা হোটেল মালিক সংগঠনের যুগ্ম…