26
Aug
৩০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলায় সেইল বিশাল বড় মাপের ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছে। এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। এমনই ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে। সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। এদিকে ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান…