27
Apr
২০ ওভারে ২৬১ রান তুলেও একটা দল নিশ্চিন্ত থাকতে পারছে না। বিপক্ষ আট বল বাকি থাকতে সেই রান তুলে দিচ্ছে। এ বারের আইপিএলে শুক্রবার এমন ঘটনাই ঘটল। ইডেনে প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংস সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়। যা দেখে পঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারেনের মনে হচ্ছে এটা ক্রিকেট নয়, বেসবল। পঞ্জাব টানা ম্যাচ হারছিল। রান পাচ্ছিলেন না জনি বেয়ারস্টো। সেই সব কিছুই বদলে গেল। পঞ্জাব জিতল বেয়ারস্টোর করা শতরানে। ইংরেজ ব্যাটার ৪৮ বলে ১০৮ রান করেন। ২৪টি ছক্কা মারে দুই দল মিলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড। এর আগে কখনও কোনও দল…