11
May
যশপ্রীত বুমরাহর মতো প্রতিভাবানদের কাউন্টি খেলার দরকার নেই। এতে করে অত্যাধিক ক্রিকেটের চাপ পড়বে ঘাড়ে। এখন উঠতি অনেক প্রতিভাবান ৩ ফরম্যাটেই সাবলীল। তাই পৃথক ভাবে কাউন্টি খেলার দরকার নেই। সোমবার দাবি করলেন প্রাক্তন পাকিস্তানী ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে কাউন্টি ক্রিকেত খেলেননি বুমরাহ। জানা গিয়েছে, কাউন্টির ভরা মরশুমে ভারতে চলে আইপিএল। আর আইপিএল-এর অত্যন্ত জনপ্রিয় মুখ বুমরাহ। এদিকে, বুমরাহ প্রসঙ্গে প্রাক্তন এই সুলতান অফ সুইং বলেছেন, "আমি বুমরাহকে বলেছি শান্ত থাকতে। ওহ ভারতের এক নম্বর বোলার। ওর অপর অনেক চাপ। তাছাড়া এখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বেশি। তাই ওকে কাউন্টির পিছনে ছুটতে বারণ করেছি।"…