18
Jul
খেলার জগৎ থেকে থেকে বিদায় জানিয়েছে বছর দুই আগে এবার নতুন জগতে পা রাখলেন তারকা। এবার নতুন জীবন শুরু করতে চললেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। মা হলেন তিনি। সম্প্রতি এই খবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শারাপোভা সন্তানের নাম দিয়েছেন থিয়োডর। নিজের ইনস্টাগ্রামে ফুটফুটে সন্তান এবং প্রেমিকের ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ''সবচেয়ে সুন্দর, কঠিন এবং অমূল্য উপহার পেলাম, যা আমাদের ছোট্ট পরিবার আশা করতে পারে।'' জন্মদিনেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন রাশিয়ার প্রাক্তন খেলোয়াড়। আর আজ এই খবরে খুশি বার্তা উপছে পড়ছে তাঁর অনুগামীদের থেকে। টেনিস বিশ্বে মারিয়া শারাপোভা এক অন্যতম সেরার নাম। পাঁচ বারের গ্র্যান্ড…