13
Aug
বর্ষার মরশুমের শুরুর সাথে সাথেই রাজ্যে ভ্রুকুটি নিম্নচাপের। চলতি সপ্তাহের শুরুর দিকেই একটি নিম্নচাপের ফাঁড়া কাটিয়ে ওঠে সবেমাত্র রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আবার ঘনীভূত নিম্নচাপের কালো মেঘ। তিন দিনের নিম্নচাপ কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণবঙ্গে ফের ভরা নিম্নচাপের পূর্বাভাস। জানা যাচ্ছে শনিবার অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তৈরি হতে পারে নতুন এই নিম্নচাপ। আর সেই নিম্নচাপ শক্তি বাড়ালেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ সারা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি এবং রবিবারে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া…