15
Apr
কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস মেলার ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে সংবিধানের অবমাননা করেছেন প্রধানমন্ত্রী। তিনি চ্যালেঞ্জ করে বলেন, প্রথম দফা নির্বাচনের তিনদিন বাকি রয়েছে। ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বাংলায় কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। একই সঙ্গে ঘোষণা করুক উত্তরপ্রদেশ এবং গুজরাটে কি হয়েছে।