14
May
কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। সাধারনত লালারসের নমুনা এর আগে পাঠানো হত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট পেতে সেক্ষেত্রে একটু হলেও দেরি হত। এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডি ল্যাব শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজন কর্মীর। স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্ত বাবু। ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার। অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি। কারণ জেলার চার স্থানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন…