25
May
শক্তি বাড়িয়ে ধীরে ধীরে বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ‘ইয়াস’। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য প্রশাসন জোরদার প্রস্তুতি চালাচ্ছে। ঝড় আসার আগেই কৃষকদের জন্য ক্ষতি পূরণ ঘোষণা করলেন রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ইয়াসে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠকে স্থির করা হয়েছে, যেসব জমিতে একাধিক ফসল হয়, সেইসব জমিতে ফসলের ক্ষতি হলে হেক্টর পিছু ১৩,৫০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যদি পানের বরজ বা বাদাম জাতীয় ফসলের ক্ষতি হয়, তাহলে হেক্টর পিছু ১৮,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। শক্তিশালী এই সাইক্লোনে ফসল নষ্ট হওয়ার ভয়ে…