15
Jun
রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মুক্তি দিয়েছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ মঙ্গলবারও রাজ্যে নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনান্যবারের থেকে চলতি বছরে বঙ্গে একটু দেরিতে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া…