মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

মণীশ শুক্ল খুনে গ্রেফতার আরও দুই

ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে পঞ্জাব থেকে আরও দু’‌জন শার্পশুটারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ সিআইডি। ধৃত সুজিত রাই ও রোশনকুমার রাই দু’‌জনেই বিহারের ছাপড়ার বাসিন্দা। সিআইডি জানিয়েছে, বিহার থেকে তারা সড়কপথে কলকাতায় আসে। বিহারের জেলে থাকা বিচারাধীন বন্দি সুবোধ সিংয়ের সঙ্গেই এদের মূল আলাপ। সুবোধ সিং–ই এদের মোটা টাকার বিনিময়ে মণীশ শুক্লা খুনের অপারেশনে নিয়োগ করে। মণীশ শুক্ল ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে সিআইডি।
Read More
মাস্ক না পরায় মামলা দায়ের

মাস্ক না পরায় মামলা দায়ের

দুর্গাপুজোরপাঁচদিন মহাষষ্ঠীথেকেবিজয়াদশমী মাস্কনাপরারজন্য ৩,২৭০জনেরবিরুদ্ধেমামলাদায়েরকরেছেকলকাতাপুলিশ। করোনা কালে যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক সেখানে এভাবে বেপরোয়া হয়ে ওঠার জন্যই কড়া হতে হয়েছিল পুলিশকে। বারবার মুখ্যমন্ত্রী আবেদন করেছেন মাস্ক পরার জন্য। ইতিমধ্যেই দৈনিক করোনার হারে রাজ্য দুই নম্বরে পৌঁছে গিয়েছে।
Read More
মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন মোট পাঁচজন। মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে আর ফেরা হয়নি পরিবারের সদস্যদের। এই মৃতদের পরিবারের জন্য বুধবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে মুর্শিদাবাদজুড়ে নৌকায় বিসর্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ঘটনা গত সোমবারের। নদীতে চলছিল শোভাযাত্রা। সেই সময় হঠাৎ নৌকা উলটে যাওয়ায় ঘটনাটি ঘটে। সন্ধের পর বোঝা যায় যে ওই নৌকায় থাকা বেশ কয়েকজন নিখোঁজ। খোঁজা শুরু হয় নদীতে। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় হাজরা পরিবারের ২ সদস্য-সহ ৫ জনের দেহ। এই ঘটনায় নবান্নর তরফে…
Read More
বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজোয় ‘পরিযায়ী মা’-এর ওই মূর্তি সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মূর্তিটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জন হবে না ওই মূর্তির। তাই আপাতত কলকাতার রবীন্দ্র সরোবরে ‘আবার এল মা’ প্রদর্শকক্ষে রাখা হবে মূর্তিটি। পরে কলকাতার কোনও বড় মোড়ের মাথায় বসানো হবে সেটিকে।  ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে মূর্তি হস্তান্তরের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূর্তিটি রূপায়িত করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক।
Read More
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু

কলকাতা: স্নাতকোত্তর স্তরে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি জারি করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে দু'বছরের এমএ, এমএসসি, এমকম-এ ছাত্র ভর্তির জন্য ফর্ম তোলা ও জমা দেওয়া যাবে। ৩১ অক্টোবরের আগেই এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফলাফল প্রকাশ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি-তে ফার্স্ট ক্লাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয়ের তরফে আবেদনপত্র তোলা এবং জমা নেওয়ার প্রক্রিয়া শেষ করে রাখা হলেও লক্ষ্মী পুজোর পরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ কিছুটা শুরু হবে।
Read More
২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকল বেসরকারি স্কুলগুলিতে

বেসরকারি স্কুলের পড়ুয়াদের টিউশন ফি কমানো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল শহরের একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ২০ শতাংশ ফি কমাতে হবে। কিন্তু বুধবার তা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। আদালত এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে রাজ্য সরকার ও অন্যান্যদের কাছে। সুতরাং ২০ শতাংশ ফি কমাতেই হবে বেসরকারি স্কুলগুলিকে। আপাতত হাইকোর্টের দেওয়া ২০ শতাংশ মাইনে কমানোর সিদ্ধান্ত বজায় থাকবে।
Read More
রাজ্যের পুলিশ অফিসারদের শুভেচ্ছাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের পুলিশ অফিসারদের শুভেচ্ছাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: এই প্রথম বাংলার কোনও মুখ্যমন্ত্রী বিজয়ার শুভেচ্ছাপত্র পাঠালেন একেবারে সামনের সারিতে থাকা পুলিশ অফিসারদের৷ করোনার বিরুদ্ধে তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজ্যের সব থানার আইসি-দের বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ও পুলিশের প্রশংসা করেছেন৷ রাজ্যপাল টুইট করে লেখেন, “সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ। তাঁদের নিঃস্বার্থ ত্যাগকে সম্মান জানাই।” পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।
Read More
বিসর্জনের দিন বিধ্বংসী আগুন সল্টলেকের পুজো মণ্ডপে

বিসর্জনের দিন বিধ্বংসী আগুন সল্টলেকের পুজো মণ্ডপে

কলকাতা: বুধবার দ্বাদশীতে সাতসকালে ভয়াবহ আগুন লাগল সল্টলেকের এফডি ব্লকের পুজো প্যান্ডেলে। সকাল সাড়ে ৬ টার একটু আগে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন আজ প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগেই ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল গোটা মণ্ডপ। বিসর্জনের সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। তবে প্রতিমা কী অবস্থায় আছে, তা জানা যায়নি। বিসর্জনের দিন এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে যায় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মণ্ডপের সিসিটিভি…
Read More
কোয়ার্টার থেকে উদ্ধার রেলকর্মীর মৃতদেহ , চাঞ্চল্য

কোয়ার্টার থেকে উদ্ধার রেলকর্মীর মৃতদেহ , চাঞ্চল্য

অবসর নেওয়ার চারদিন আগে হঠাৎ এক রেলকর্মীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদা এলাকায়। জানা গেছে ওই রেলকর্মীর নাম হনুমান রায়। চলতিমাসের ৩১ তারিখে রেলের কাজ থেকে অবসর নেওয়ার কথা ছিল তার। তাই পুজোর মরশুমে ওই মৃত কর্মীর পরিবারের বাকি সদস্যরা বাড়ি ফিরে যায়। এরই মধ্যে গতকাল ওই কর্মীর মৃতদেহ উদ্ধার হয় তার কোয়াটার থেকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদার ঝলঝলিয়া রেল কলোনিতে। পুলিশ জানিয়েছে, মৃত রেলকর্মীর নাম হনুমান রায় তিনি ওল্ড মালদার এন এফ রেলের কর্মী চলতি মাসের ৩১ তারিখে তার অবসর নেওয়ার কথা ছিল। তাই তার পরিবারের লোকদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি এটাই ছিলেন কোয়াটারে। সেই…
Read More
স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর

স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর

কলকাতা: বাংলায় প্রতিদিন চার হাজারের বেশি করোনা আক্রান্ত৷ বাড়ছে সংক্রমণ৷ জুলাইয়ের পর এই প্রথম করোনা সংক্রমণ সব থেকে কম হল মঙ্গলবার। একদিনে সংক্রমিত হয়েছেন ৩৬,৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৮ জন। সংক্রমিত মোট ৮৭ লাখ। রাজ্য স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বাংলায় মৃত্যুর হার কমে ১.৮৫ শতাংশ৷ যা এক সময় ২ শতাংশের বেশি ছিল৷ পাশাপাশি কিছুটা বেড়েছে সুস্থতার হার৷ রাজ্যে এই মূহুর্তে ৯৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷
Read More
করোনা পরিস্থিতিতে পালটে গিয়েছে প্রতিমা বিসর্জনের পদ্ধতি

করোনা পরিস্থিতিতে পালটে গিয়েছে প্রতিমা বিসর্জনের পদ্ধতি

শারদীয়া উৎসবের শেষ দিনে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি৷ থাকবে না কোনও আড়ম্বর। মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি চলে যাবে ঘাটে। পুজো শুরু হওয়ার অনেক আগেই পুজো কমিটিগুলিকে বিসর্জন সম্পর্কে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পুজো উদ্যোক্তারা যাতে কোনও শোভাযাত্রা না করেন, সেদিকে নজর থাকবে পুলিশের। বিসর্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট৷ সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে মার্কিং করা হয়েছে৷ মূল ঘাটগুলির মধ্যে রাজাবাগান, নাদিয়াল, গার্ডেনরিচ এলাকায় একটি করে, দক্ষিণ বন্দর থানা এলাকায় তিনটি ও উত্তর বন্দর এলাকায় ১৮টিতে বিসর্জন দেওয়া যায়। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাইক ব্যবহারে৷ মণ্ডপ থেকে ঘাটে নিয়ে যাওয়ার জন্য কলকাতার কয়েকটি রাস্তা…
Read More
দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

আজ বিজয়া দশমী মায়ের বিদায়বেলা, আবার একটা বছরের অপেক্ষা সেই উপলক্ষে সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। করোনা আবহে গোটা বিশ্ব আজ সঙ্কটে, রাজ্যে বেড়েছে আরো পজেটিভ এর সংখ্যা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা টুইট করে বলেন, করোনায় দেশে সুস্থতার হার ৯০% যা আবারো ভালো দিনের আসা যোগাচ্ছে দেশবাসীর মনে।
Read More
করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

শুক্রবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন করোনা পরিস্থিতে এবার কালীঘাটে বিজয়া দশমী পালন বাতিল। তিনি দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়া দশমী পালনের নির্দেশ দিয়েছেন। পার্থবাবু জানিয়েছেন, এবার বিজয়া দশমীতে কালীঘাটে দলনেত্রীর বাড়ির দরজা বন্ধ থাকবে দলের নেতাকর্মীদের জন্য। তৃণমূলের বিজয়া সম্মিলনী হবে না এবার। তিনি জানিয়েছেন করোনা ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।
Read More
মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

এবার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ১০০। আর তাতেই পুজোর মধ্যেই কাঁদতে হচ্ছে মধ্যবিত্তকে। আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা পেঁয়াজ। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির অবস্থার মুখোমুখি হচ্ছে। বিক্রেতারা বলছেন জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই।
Read More