07
Dec
শহরের ফুটপাতে হকারদের দাপট কমাতে গত ২৫ জুন নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাস কলকাতা পুরসভার সামনে নিউ মার্কেটে হকার-রাজ নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হতে বলেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই বৈঠকের পরে নিউ মার্কেটের বিভিন্ন রাস্তা ও ফুটপাত থেকে হকারদের সরানো হয়েছিল। অভিযোগ, রাস্তা ও ফুটপাত মাসখানেক হকারমুক্ত থাকার পরে গত অগস্ট থেকে গোটা নিউ মার্কেটে হকারেরা আবার ফিরে এসেছেন। যার জেরে রাস্তায় হাঁটতে হিমশিম খেতে হচ্ছে পথচারীদের।এর পরে নিউ মার্কেটে হকার নিয়ন্ত্রণে গত সপ্তাহে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকেপুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি নিউ মার্কেট ঘুরে দেখা গেল, রাস্তা ও ফুটপাতের বিভিন্ন অংশ হকারদের দখলে চলে গিয়েছে আবারও। নিউ মার্কেট…