31
Dec
পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর পরিবহণ দফতরের তরফে। হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগকারী দু’টি ব্রিজ হল রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতু। নিত্যদিন অগুনতি মানুষ এবং যানবাহন এর ওপর দিয়ে যাতায়াত করেন। এবার এই দুই সেতুর ওপর থেকে চাপ কমানোর জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। শালিমার জেটিঘাটে একটি নতুন রো রো ভেসেলের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রবীন্দ্র সেতু এবং দ্বিতীয় হুগলি সেতুর ওপর ভারী যানবাহন চলাচলের চাপ কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পণ্যবাহী ভারী ট্রাক এবং অন্যান্য যানবাহন গঙ্গা পার করানো। আপাতত গঙ্গাসাগর মেলার জন্য এই রো রো ভেসেল ব্যবহৃত হবে। এর মাধ্যমে…