11
May
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে SSC ২৬০০০ চাকরি মামলায় আদালতে জোর সওয়াল রাজ্যের। সুপারনিউমেরিক পদের মাধ্যমে কোনওভাবেই আদালতকে বোকা বানাতে চায়নি রাজ্য। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল রাজ্যের আইনজীবীর। আইনজীবীর দাবি, শুধুমাত্র চাকরি বাতিলের পর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে পরে ৬ হাজার ৮৬১টি সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়। রাজ্যের বক্তব্য শুনতেই ফের প্রশ্ন ছোড়ে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া। ২০১৯ প্যানেলের মেয়াদই শেষ। ২০২১ সালে মামলা দায়ের। বলতে চাইছেন ৬ বছর পরে কোনও…