24
Jun
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন ধরে রাজ্য তথা গোটা দেশজুড়ে লকডাউন চলছিল। যার ফলে যানবাহন চলাচল বন্ধ ছিল। আনলক-১ ঘোষণার পর বেশিরভাগ সরকারি অফিস খুলে যায়। আর বাস চলাচল সেই ভাবে না হওয়ায় বিরাট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল অফিস যাত্রীদের। আনলক-১ ঘোষণার পর থেকেই বাসমালিকরা পরিবহন দফতরকে বাসভাড়া বাড়ানোর কথা বলেন। পরিবহন দফতরও ভাড়া বাড়ানো নিয়ে চিন্তা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরিবহন দফতর ভাড়া বৃদ্ধি না করায় গতকাল শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেল প্রায় ৪০ টি রুটের বেসরকারি বাস-মিনিবাস। যার ফলে গতকাল বিকেল থেকেই সংকটে পড়তে হয়েছে অফিস ফেরত যাত্রীদের। বাসমালিকদের দাবি, বাস রুটে নামিয়ে কোনো লাভই নেই বরং খরচ উঠছে…