11
Jul
দোলের দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিশ্বভারতীর কর্মসমিতি। এবার তার সপক্ষে যুক্তি দিলেন খোদ উপাচার্য। গত ৪ জুলাই বৈঠক করে কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর দোলের দিন আর বিশ্বভারতী বসন্ত উৎসব আয়োজন করবে না। একই সঙ্গে আগামী ২০২০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌষমেলা আয়োজন করবে না কর্তৃপক্ষ। তিনি জানিয়েছেন , 'আমি ২০১৯ -এর বসন্তোৎসবের প্রসঙ্গ বিশেষ করে উল্লেখ করব যা বিশৃঙ্খলার কারণে সংবাদমাধ্যমের প্রচারের আলোয় এসেছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং দর্শনার্থী আমাদের ছাত্রীদেরও শারীরিকভাবে উৎপীড়ন ও হেনস্থার শিকার হতে হয়।' এখানেই শেষ নয় উৎসবের পর দিন উপাচার্যের নেতৃত্বে আশ্রম মাঠ পরিস্কার করতে গিয়ে ৩৫ বস্তা মদের বোতল, মাংসের…