17
Jul
কলকাতা: বাকি আর ১০০ দিন বাকি বাঙালির প্রাণের উৎসব আসতে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো আয়োজনের বার্তা দিয়েছেন। কিন্তু এবারে উৎসবের আনন্দ খানিকটা ম্লান হওয়ার সম্ভাবনা প্রবল করোনার জন্য। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণই হয়ে উঠতে চলেছে আসল চ্যালেঞ্জ। মূলত রাতের আলোকসজ্জা উৎসবের অন্যতম বড় আকর্ষণ। সেই আলোর চাকচিক্য এবার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে গাইডলাইনে। ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে সারাদিন ধরে ঠাকুর দেখেন, পুজোর আগে থেকেই সেব্যাপারে প্রচার করা হবে। শুধু রাতের কয়েক ঘণ্টা ঠাকুর দেখার জন্যে বেছে না নেওয়ার আর্জিও জানাব। ফোরামের প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দর্শক যাতে মাস্ক পরে…