26
Aug
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে নিত্যদিন পথে নামছে সাধারণ মানুষ। সকলের দাবি, লক্ষীর ভাণ্ডার চাই না, লক্ষীদের সুরক্ষা নিশ্চিত করুক সরকার। এই আবহে এবার মমতার জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভাণ্ডার নিয়ে বড় কথা বলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর জি করের উত্তপ্ত আবহে গতকাল সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, “যারা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চাইছেন না, তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক।” কুণাল লেখেন, “ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে ফেরত ফর্ম ফিল-আপ করুন।” প্রসঙ্গত, নৃশংসভাবে মেয়েকে…