বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

সোস্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে একদল বিজেপি কর্মী বিপিএফ-এর বিতাড়ন নিশ্চিত করতে পেরেছেন। ওই সোস্যাল মিডিয়া টিমের নেতৃত্ত্বে থাকা বিবেক বনসালের জন্যই বিধানসভা নির্বাচনে ইউপিপিএল দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছে বলে সকলের ধারণা। সোস্যাল মিডিয়া ব্যবহার করে তাঁর টিমের সদস্যরা ইউপিপিএল-এর প্রার্থীদের প্রতিশ্রুতির বার্তা তরুণ ভোটদাতাদের কাছে যেমন পৌঁছে দিয়েছেন, তেমনই তাদের কঠোর পরিশ্রমের ফলে বিটিআর এলাকার সকল জেলায় মহিলাদের কাছেও পৌঁছানো সম্ভব হয়েছে । এপ্রসঙ্গে বিবেক বনসাল বলেন, তাঁদের সাফল্যের পেছনে রয়েছে ড. হিমন্ত বিশ্বশর্মা, ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ো ও ঢেকিয়াজুলির বিজেপি এমএলএ অশোক সিঙ্ঘলের সুযোগ্য নেতৃত্ত্ব। জোটের জয়ের জন্য সকলে কাজ করেছেন। বনসাল জানান, ভোটারদের সুসংহত করতে তাঁরা…
Read More
চলবে কার্ফু

চলবে কার্ফু

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। চলছে মৃত্যু মিছিলও। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে কোভিড সংক্রমণ সামলাতে অসমে চালু হচ্ছে নাইট কার্ফু। রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। আগামী ১ মে পর্যন্ত জারি থাকবে এই নাইট কার্ফু। তবে সেক্ষেত্রে জরুরি পরিষেবা এই কার্ফুয়ের আওতার বাইরে থাকছে। তবে নাইট কার্ফুয়ের সময় যাঁরা বেরোবেন, তাঁদের কাছে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে নাইট কার্ফু সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।
Read More
করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার বাড়বাড়ন্ত, বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ করে দেওয়া হল অসম-বাংলা সীমান্ত। সোমবার সকালে, অসমের ছোটোগুমা থেকে বাংলার বক্সিরহাট প্রবেশ পথে পুরান পোস্ট অফিস পাড়ায় সীমান্ত লাগোয়া সংকোশ নদীর সেতু এবং বক্সিরহাট বাজার সংলগ্ন অসম-বাংলা সীমান্তের প্রবেশ পথে বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়। তবে, এভাবে বক্সিরহাট সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্সিরহাট শাখা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস জানান, গতবছরের অভিজ্ঞতা থেকে চিন্তিত। ফলে সীমান্ত সংলগ্ন দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা চান সীমান্তের ওই দুটি রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে সেখানে নাকা তল্লাশি বসিয়ে কোভিড বিধি ও নিয়ম মেনে যাতায়াত করার বিষয়টি…
Read More
ভিআই গিগানেট দিচ্ছে সর্বাধিক ৪জি স্পিড

ভিআই গিগানেট দিচ্ছে সর্বাধিক ৪জি স্পিড

ভিআই-এর গিগানেট ভারতে পরপর তিনটি ত্রৈমাসিকে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক হিসেবে মান্যতা পেয়েছে বলে জানিয়েছে ব্রডব্যান্ড টেস্টিং ও ওয়েব-বেসড নেটওয়ার্ক ডায়াগনোস্টিক অ্যাপ্লিকেশনসের গ্লোবাল লিডার উকলা। উকলা’র মতে, জানুয়ারি-মার্চ ২০২১ সময়কালে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি ডাউনলোড ও আপলোড স্পিড দিতে পেরেছে, ফলে এটি একটানা ৯ মাস ধরে দেশের একমাত্র ফাস্টেস্ট স্পিড প্রদানকারী অপারেটরে পরিণত হয়েছে। ভিআই-এর গিগানেট অ্যাভারেজ স্পিডের তালিকায় শীর্ষস্থান দখল করেছেআসাম ও উত্তরপূর্বাঞ্চলের গুয়াহাটি, আগরতলা, ডিমাপুর ও ইম্ফলের মতো মুখ্য শহরগুলিতে। দেশের বিভিন্ন অঞ্চলের ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ‘স্পিডটেস্ট’ দ্বারা টেস্ট করার ভিত্তিতেউকলা’র ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্ক ভেরিফিকেশন’ নির্ধারিত হয়েছে।
Read More
চার শতাধিক পরীক্ষাকেন্দ্রে কমেড-কে এগ্‌জাম

চার শতাধিক পরীক্ষাকেন্দ্রে কমেড-কে এগ্‌জাম

একটি সম্মিলিত প্রবেশিকা পরীক্ষা হিসেবে আগামী ২০ জুন কমেড-কে ইউগেট (COMEDK UGET) ও ইউনি-গেজ (Uni-GAUGE) এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষার লক্ষ্য কর্ণাটক প্রফেশনাল কলেজেস ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনি-গেজ মেম্বার ইউনিভার্সিটিগুলির অনুমোদিত কলেজগুলিতে বি. ই/বি. টেক পাঠক্রমে ভর্তি হওয়া। ২২ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ভর্তির জন্য আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে হবে এখানে: www.comedk.org অথবা www.unigauge.com। কমেড-কে – ইউনি-গেজ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-ইউনিভার্সিটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এগ্‌জাম। এর ফলাফল ১৮০টিরও অধিক ইনস্টিটিউশন ও ৩০টিরও বেশি ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য। ১৫০টি শহরে ৪০০ পরীক্ষাকেন্দ্র-সহ এই এন্ট্রান্স এগ্‌জাম যথেষ্ট সুনাম অর্জন করেছে। আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা পরিচালিত হবে অনলাইনে। অনলাইন পরীক্ষা…
Read More
স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

স্বতন্ত্র মাইক্রোফিন মহিলাদের সহায়তা দিচ্ছে

আসামে মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা দিতে কাজ করে চলেছেস্বতন্ত্র মাইক্রোফিনের মতো মাইক্রোফিনান্স সংস্থা। আসামের গোহ্‌পুর গ্রামের ফুলমণি গৌর সাহু, সাতবৈনায় গ্রামের খিন্না মারাক ও আরও অনেকে স্বতন্ত্র মাইক্রোফিনের সদস্যপদ নিয়ে ও ঋণগ্রহণ করে নিজেদের জীবনধারা পালটানোর পাশাপাশি সংসারের হাল ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। পরবর্তীকালে তারা আরও বেশি ঋণ নিয়ে আরও আর্থিক উন্নতি করতে আগ্রহী। স্বতন্ত্র মাইক্রোফিন পাশে থাকায় তাদের এই সাফল্য। স্বতন্ত্র মাইক্রোফিন হল একটি নেক্সট-জেন মাক্রোফিনান্স সংস্থা, যারা আসামে ঋণগ্রহীতা মহিলাদের নানারকম সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বনির্ভর জীবনের পথে এগিয়ে দিচ্ছে।
Read More
ইএমএফ রেডিয়েশন বিষয়ে অনলাইন ওয়ার্কশপ

ইএমএফ রেডিয়েশন বিষয়ে অনলাইন ওয়ার্কশপ

টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) আসাম লাইসেন্স সার্ভিস এরিয়া (এলএসএ) গত ৯ মার্চ করিমগঞ্জে ইএমএফ রেডিয়েশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছিল। সাধারণ মানুষের মধ্যে ইএমএফ রেডিয়েশন সংক্রান্ত ভিত্তিহীন ভুল ধারণা ও ভীতি দূর করার লক্ষ্যে এই কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, সাধারণ নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, টেলিকম সার্ভিস প্রোভাইডার ও অন্যান্য আধিকারিকগণ। ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত এই কর্মশালায় বক্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন অমিত মিশ্র (সিনিয়র ডিডিজি, ডিওটি, আসাম এলএসএ), এস কে গুপ্তা (ডিডিজি কমপ্লায়েন্স), ডাঃ জে জেনা (ডিডিজি, সিওএআই), ডাঃ অরুণ চৌগুলে (সিনিয়র প্রফেসর ও এইচওডি অফ রেডিয়োলজিক্যাল ফিজিক্স, এসএমএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালস, জয়পুর) নিসর্গ হিভারে (অ্যাডিশনাল ডেপুটি…
Read More
মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যাওয়াতে দুর্ঘটনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
ভিআই আসামের দ্রুততম ৪জি নেটওয়ার্ক

ভিআই আসামের দ্রুততম ৪জি নেটওয়ার্ক

ওকলার সমীক্ষায়, ভিআই-এর গিগানেট এখন ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক। সাম্প্রতিক ট্রাই-এর মাই কল রিপোর্ট অনুযায়ী ভোডাফোন আইডিয়া পরপর তিন মাস সব থেকে ভালো ভয়েস কোয়ালিটি প্রদান করেছে। এই প্রতিযোগিতার বাজারে ভিআই তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন উদ্ভাবনী সুযোগ সুবিধা যার মধ্যে রয়েছে - রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমাহীন হাই স্পিড ডেটা, সাপ্তাহিক ডেটা রোলওভারের সুবিধা মাত্র ২৪৯ টাকায়। এছাড়া ভিআই উচ্চ মানের বিনোদনের জন্য ডিজনি+হটস্টারের সঙ্গে যৌথ উদ্যোগ শুরু করেছ এবং ভিআই-এর ফ্ল্যাগশিপ আরইডিএক্স প্ল্যানে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং হটস্টারের সাবস্ক্রিপশনের সুবিধা। আদিত্য বিড়লা হেল্থ ইন্সুরেন্সের সঙ্গে যৌথ উদ্যোগে ভিআই গ্রাহকদের স্বাস্থ্য বীমার সুবিধা দিতে ‘ভিআই…
Read More
১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

১১৯টি স্কুল নির্মাণ শুরু করবে অসম সরকার

রাজ্যে শিক্ষার প্রসারে লক্ষ্যে অসম সরকারের নয়া পদক্ষেপ। আগামী বছর ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে রাজ্যের চা বাগানগুলিতে প্রায় ১১৯টি স্কুল নির্মাণ কাজ শুরু করবে অসম সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব সর্মা জানিয়েছেন একথা। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে স্কুলগুলি তৈরি হয়ে যাবে। উদ্বোধন হবে ২০২১ সালে অসম বিধানসভা নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসার পর।
Read More
করোনা কালে খুলে গেল অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান

করোনা কালে খুলে গেল অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান

টানা সাত মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনেই সোমবার থেকে নিয়মিত ক্লাস শুরু করল অসমের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশিকায় এক গুচ্ছ নিয়ম মানার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়, শিক্ষক শিক্ষার্থী সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক। সেই সঙ্গে স্যানিটাইজার, ও ৬ ফুটের দূরত্ব বিধি মেনে চলতে হবে। বিদ্যালয়ের সমস্ত শ্রেণির জন্য একটি বিজোড়-বিজোড় ব্যবস্থা এবং বিক্ষিপ্ত সময়সূচি অনুসরণ করা হবে। থাকবে। প্রতি সপ্তাহের শেষে স্কুল স্যানিটাইজ করতে হবে। প্রতিদিন থার্মাল স্ক্যানার দিয়ে শিক্ষক, শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করতে হবে। স্কুল বাসগুলিতে মোট আসনের এক তৃতীয়াংশ ভরতি করা যাবে। সরকারি স্কুলগুলিতে প্রতি ১৫ দিন অন্তর রাঁধুনি ও সহয়কদের…
Read More
ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

ফ্লিপকার্টের কিরানা পার্টনাররা আসামে ডেলিভারির জন্য প্রস্তুত আছেন

আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত পণ্যসামগ্রী ডেলিভারির চাপ সামলাতে ফ্লিপকার্টের সঙ্গে হাত মিলিয়েছে ৫০ হাজারেরও বেশি কিরানা। এদের মধ্যে রয়েছেন আসামের হাজার হাজার খুচরো বিক্রেতা। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়ে তারা আসন্ন বিগ বিলিয়ন ডেজ চলাকালীন লক্ষ লক্ষ ফ্লিপকার্ট গ্রাহককে নিরাপদ ডেলিভারি দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এই কিরানা প্রোগ্রাম আসাম ও ভারতের অন্যত্র হাজার হাজার কিরানাকে তাদের আয় বাড়াতে এবং নিরাপদ ও স্যানিটাইজড পদ্ধতিতে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করছে। আধুনিক প্রযুক্তির সুবিধাগুলিও আয়ত্ত্ব করছেন তারা। গত মার্চ মাসে আসামের ঘিলাগুড়ি গ্রামের ২৮ বছর বয়সী মইনুদ্দিন আহ্‌মেদ ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে যোগ দিয়েছেন। একটানা লকডাউনের কারণে মইনুদ্দিনের…
Read More
ড: ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী

ড: ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী

আজ ৮ সেপ্টেম্বর আজ কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার জন্মদিন। তিনি একজন স্বনামধন্য কন্ঠ শিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী।১৯২৬ সালে ভারতের আসামের সদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে নিউ ইয়র্কেরকলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি সঙ্গীত জীবনের প্রবেশ করেন।পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। ভূপেন হাজারিকার গানগুলোতে মানবপ্রেম, প্রকৃতি, ভারতীয় সমাজবাদের, জীবন-ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষ্যণীয়। তার গাওয়া বাংলা গান গুলির মধ্যে উল্লেখযোগ্য আজ জীবন খুঁজে পাবি,বিস্তীর্ণ দুপারে,চোখ ছলছল করে,আমি এক যাযাবর ইত্যাদি। ভূপেন হাজারিকা ২০০১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার(১৯৯২),ভারতরত্ন (২০১৯),অসম রত্ন (২০০৯) এর মতো…
Read More
ফ্লিপকার্ট ও আসাম সরকারের মিলিত উদ্যোগ

ফ্লিপকার্ট ও আসাম সরকারের মিলিত উদ্যোগ

ফ্লিপকার্ট ও আসাম সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হল। এর উদ্দেশ্য আসামের আর্টস, ক্র্যাফটস ও হ্যান্ডলুম সেক্টরের উন্নতিসাধনের জন্য সেগুলিকে ই-কমার্সের আওতায় নিয়ে আসা। ফ্লিপকার্টের সমর্থ প্রোগ্রামের অধীনে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগের সঙ্গে এই পার্টনারশিপ দেশব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেবে আসামের হস্তশিল্পী, কারুশিল্পী ও বয়নশিল্পীদের। তারা তাদের বিশেষ প্রোডাক্টগুলির সম্ভার প্রদর্শন করতে পারবেন ফ্লিপকার্টের মার্কেটপ্লেসে। সুবিধা-বঞ্চিত মানুষদের উন্নয়ণে আসাম সরকার ও ফ্লিপকার্ট একযোগে প্রচেষ্টা চালাবে।  মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি ও শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ওইনম সরনকুমার সিং। ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এপ্রসঙ্গে জানান, তাদের এই…
Read More