05
Sep
নিজস্ব সংাাদদাতা: অভিনেত্রী দেবশ্রী রায় নিয়ে ল্যাজেগোবরে হচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের সঙ্গে সাক্ষাত নিয়ে বেশ সরগরম রাজ্য-রাজনীতি। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের ফাটানো যুক্তির সেই সুরে অন্য মাত্রা যোম করলেন সাংসদ মহুয়া মৈত্র। বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-র অনুরোধেই তিনি নাকি দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছেন। আর এরপরই শুরু হয় জোর জল্পনা। আর সেই জল্পনার অবসান ঘটাতে এবার শেষ পর্যন্ত সরব হলেন খোদ মহুয়া দেবী। রাজনৈতিক মহলে চলতি জল্পনার মধ্যে মহুয়া দেবী বলেন, দিলীপ ঘোষের বক্তব্য আদৌ কি বিশ্বাসযোগ্য! তিনি বলেন, দিলীপবাবু রসিক মানুষ। উনি রসিকতা…