07
Nov
নিজস্ব সংবাদদাতা :বলিউডের ছবিকে হার মানাবে? বিদেশে যাওয়ার জন্য নিজের পিসেমশাইয়ের বাড়িতে ডাকাতি করলেন ভাইঝি। ঘটনাটি ঘটে হরিদেবপুরের ডায়মন্ড পার্কে । এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে মূল অভিযুক্ত সহ তিন জন ধরা পড়ল। উদ্ধার হল মাথায় কোপ বসানো বঁটিটিও। ধৃতদের মধ্যে রয়েছে চিকিৎসক অরূপকুমার দাসের স্ত্রীয়ের ভাইঝি ঐন্দ্রিলা রায়, বয়স ৩৪ বছর, পবিত্র দেবনাথ ও রূপম সমাদ্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ঐন্দ্রিলা বিদেশে পাকাপাকি ভাবে যাওয়ার জন্য, তার পিসেমশাই চিকিৎসক অরূপকুমার দাসের কাছ থেকে ১৯ লক্ষ টাকা চান। সেই সময়ে তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন অরূপবাবু। যারপরই ঐন্দ্রিলা এই ডাকাতির ছক…