28
Dec
জেলা কুইজ সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ধাঁচের কুইজ প্রতিযোগিতা ‘কুইজাস্ত্র’। জেলার বারোটি দল ও উত্তরবঙ্গের একাধিক কুইজারের অংশগ্রহণে জমে উঠেছে প্রতিযোগিতা। তিন দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছে ২৭ ডিসেম্বর এবং চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের স্থান বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণ। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভারত সেবাশ্রম সংঘের স্বামী বিশ্বরূপানন্দজী মহারাজ, বঙ্গরত্নপ্রাপ্ত সমাজসেবী ‘চকলেট দাদু’ সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তারা কুইজাস্ত্রের মাধ্যমে জেলার প্রতিভাবান কুইজারদের একত্রিত করার এই উদ্যোগের প্রশংসা করেন। জেলা কুইজ সংস্থার সম্পাদক জানিয়েছেন, কুইজাস্ত্রের মূল উদ্দেশ্য কুইজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।…