16
Dec
দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এবার আর সিলিন্ডারের ঝামেলা নয়, ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমেই প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে। জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে এবং পরিবেশবান্ধব গ্যাস পরিষেবার শিলিগুড়িতে এই নতুন পরিষেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ GAIL। ইতিমধ্যেই GAIL সংস্থাটি শিলিগুড়িতে ৪৭ কিলোমিটার জুড়ে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে। যা যুদ্ধকালীন তৎপরতার সাথে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকাগুলোতে মূল লাইনের কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিক এবং গৃহস্থ্য উভয় ক্ষেত্রেই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এবং পুরো কমিশনারের সঙ্গে GAIL-এর কর্মকর্তাদের বৈঠকে…