08
Jan
মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন ভোলারডাবরী রাম মন্দির এলাকায় এক বাড়ির পুকুরে এক বিশালাকার অজগর দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেতেই আশপাশ থেকে অজগর দেখতে ভিড় করেন এলাকার বহু নাগরিক। এদিন তাদের মধ্যেই দুই যুবক নিজ উদ্যোগে ওই অজগরটিকে পুকুর থেকে উদ্ধার করে একটি খাঁচায় বন্দি করে। খবর দেয় হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে যুবকের উদ্ধার হওয়া অজগরটিকে বনকর্মীদের হাতে তুলে দেয়। জানাগেছে প্রাথমিক চিকিৎসার পর অজগরটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে।