11
Jan
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার স্পেশাল অপারেশন গ্রুপ এবং থানার পুলিশ ফাদ পাতে শহরের পাস দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর সেন পাড়া বাঁধের রাস্তায় গড়ে ওঠা বাঁধের বাজারে, এরপরই ময়নাগুড়ি রোড থেকে তিন যাত্রীকে নিয়ে বাঁধের পথ ধরে শহরে প্রবেশ করতে দেখা যায় একটি টোটোকে। ফাঁস পেতে থাকা পুলিশের দল টোটো টিকে দার করিয়ে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করে, এই ঘটনায় মদন বর্মন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খানন্ডবাহলে জানিয়েছেন ধৃতের বিরূদ্ধে এন ডি পি এস আইনের বেস কয়েকটি ধারায় মামলা রুজু করা…